https://www.emjanews.com/

11942

international

প্রকাশিত

০৪ ডিসেম্বর ২০২৫ ২০:০৬

আন্তর্জাতিক

করাচি রুটে সপ্তাহে তিন ফ্লাইট চালু করতে প্রস্তুত বিমান

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ২০:০৬

ছবি: সংগৃহিত

ঢাকা থেকে পাকিস্তানের করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার বলেন, `আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে।'

ফ্লাইটগুলো ভারতের আকাশসীমা ব্যবহার করবে কিনা- এমন প্রশ্নে ইকবাল হুসেইন খান জানান, `ভারতীয় উড়োজাহাজ যেমন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, তেমনি আমাদের বিমানও ভারতীয় আকাশসীমা ব্যবহার করে চলবে।'

তবে জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের ওপর ভারতের বর্তমান আকাশসীমা নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর ঢাকা রুটে শিগগিরই ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা কম।

হাইকমিশনার বলেন, `পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। কিন্তু সরাসরি প্রবেশাধিকার না থাকায় বাণিজ্য সীমিত হয়ে আছে। অতীতে দুই দেশের মধ্যে রেলপথে সরাসরি বাণিজ্য ছিল, এখন পাকিস্তানের খেজুর বাংলাদেশে আসে দুবাই হয়ে।'

তিনি বলেন, `সরাসরি রুট চালু হলে কৃষকের আয় বাড়বে এবং বাণিজ্য আরও লাভজনক হবে।'

ইকবাল হুসেইন খান আরও বলেন, `দক্ষিণ এশিয়ার উন্নয়নে সবচেয়ে বড় বাধা হলো দুর্বল ভৌগোলিক সংযোগ। অতীতে আফগানিস্তান–পেশোয়ার–ঢাকা–মিয়ানমার পর্যন্ত কাফেলার পথ ছিল, যা আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগকে সহজ করত।'

তিনি মন্তব্য করেন, `এককভাবে কোনো দেশ উন্নতি করতে পারে না; আঞ্চলিক সহযোগিতাই এগিয়ে যাওয়ার একমাত্র বাস্তব পথ।'