শিরোনাম
সিলেট মহানগর পুলিশের ছয় থানার ওসি রদবদল শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র এ বছরে এখন পর্যন্ত ৩২৫৮ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি থেকে আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে বিপুল পরিমান মাদক সহ ৬ জন আটক জুবাইদা রহমান ঢাকা পৌঁছে সরাসরি এভারকেয়ারে রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে ১০০ আসনে ছাড় দিচ্ছে জামায়াত বিএনপি চেয়ারপার্সন আজ লন্ডন যাচ্ছেন না যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি-পাকিস্তানি শিক্ষার্থীর ভর্তিতে নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ সুনামগঞ্জে চেলা নদীর পাড় কেটে চলছে বালু উত্তোলনের মহোৎসব

https://www.emjanews.com/

11957

international

প্রকাশিত

০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২৮

আন্তর্জাতিক

এ বছরে এখন পর্যন্ত ৩২৫৮ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২৮

ছবি: সংগৃহিত

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ হাজার ২৫৮ জন ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে, যা ২০০৯ সালের পর এক বছরে সর্বোচ্চ সংখ্যা। গত দেড় দশকে মোট ১৮ হাজার ৮২২ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতের রাজ্যসভায় এই তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর হিন্দুস্তান টাইমস।

জয়শঙ্কর জানান, চলতি বছরে ফেরত পাঠানো ৩,২৫৮ জনের মধ্যে ২,০৩২ জন সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে এবং ১,২২৬ জন মার্কিন কর্তৃপক্ষের বিশেষ চার্টার ফ্লাইটে ভারতে ফিরেছেন।

গত বছর (২০২৪) এই সংখ্যা ছিল ১,৩৬৮ জন, আর ২০২৩ সালে ফেরত পাঠানো হয় ৬১৭ জন ভারতীয়কে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে আনুমানিক ৭ লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছে- যা মেক্সিকো ও এল সালভাদরের পর তৃতীয় সর্বোচ্চ।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে প্রায় ১৮ হাজার ভারতীয়কে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তাদের ফেরত পাঠানো শুরু হয়।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘অবৈধ অভিবাসন রোধ, মানবপাচার চক্র চিহ্নিতকরণ এবং বিদেশে আটকে পড়া ভারতীয়দের সহায়তায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে।’