শিরোনাম
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নি হ ত, একজন গুরুতর আ হ ত শিশু নিবাসগুলো সরকারি সম্পদ তৈরির কারখানা: জেলা প্রশাসক জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃ ত্যু ‘এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য’-রুমিন ফারহানা  চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর আভাস চট্টগ্রাম শহরে ৩৩০ ‘দু/ষ্কৃতকারীর’ অবস্থান ও প্রবেশ নি ষি দ্ধ টাঙ্গুয়ার হাওরসহ জলাভূমির প্রকৃতি রক্ষায় নতুন পদক্ষেপ নিল সরকার ইরানের প্রশংসায় ট্রাম্প ফাঁকা ৪৭ আসন নিয়ে জামায়াতের জোটে নয়া আলোচনার সূচনা

https://www.emjanews.com/

12575

sylhet

প্রকাশিত

২৮ ডিসেম্বর ২০২৫ ১২:৪২

আপডেট

২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮

সিলেট

সিলেটে র‌্যাবের জালে ৪ জন : সাথে মিললো যা

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ ১২:৪২

সিলেট ও হবিগঞ্জে পৃথক অভিযানে ৪ জনকে আটক করেছে র‌্যাব-৯ সদসর‌্যা। এরমধ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় র‌্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাতে পরিচালিত অভিযানে একটি ট্রাক তল্লাশি করে সাড়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে আটক ব্যক্তিদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হলে পুলিশ মাদক মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আটককৃতরা হলেন— আটককৃত উজ্জল দেব (৩২), হবিগঞ্জ জেলার বাহুবল থানার রঘুরামপুর মিরপুরবাজার এলাকার হরেন্দ্র দেবের ছেলে এবং আটককৃত মো. শাহজাহান মিয়া (৩২), একই এলাকার আব্দুর রউফের ছেলে। র‌্যাব জানায়, হবিগঞ্জ থেকে ট্রাকে করে গাঁজা সিলেটে নিয়ে আসার সময় তাদের আটক করা হয়।

এদিকে, একই দিনে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকাগামী মহাসড়কে পৃথক একটি অভিযানে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চেকপোস্টে যানবাহন তল্লাশির সময় ৯৪ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা হলেন— আটককৃত মোশারফ হোসেন (২৬), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পারনিখলা এলাকার আশরাফ আলীর ছেলে এবং আটককৃত তানভির আহমদ শামীম (৪২), ব্রাহ্মণবাড়িয়া জেলার শরাইল থানার আকিতারা এলাকার মৃত ফারুক আহমদের ছেলে। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে এসব বিদেশি সিগারেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।