শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সিলেটে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। রোববার দুপুরে নগরের চৌহাট্টা এলাকায় ইনকিলাব মঞ্চ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং সিলেটের বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচার দাবি করেন। এ সময় তারা জানান, একই দাবিতে দেশের সব বিভাগীয় শহরেও একযোগে কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারীরা বলেন, শহীদ শরীফ উসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়বে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং এ বিষয়ে বিচারিক কার্যক্রমে গড়িমসি করা হচ্ছে। তারা আগামী তিন দিনের মধ্যে মামলার চার্জশিট দাখিল এবং ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিক্ষোভ চলাকালে হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে চৌহাট্টা এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়।
এর আগে শনিবারও একই স্থানে ইনকিলাব মঞ্চের উদ্যোগে দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে গন্তব্যে ফেরার সময় গুলিবিদ্ধ হন শরীফ উসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
