https://www.emjanews.com/

12707

surplus

প্রকাশিত

০১ জানুয়ারী ২০২৬ ১৮:৪০

অন্যান্য

জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬ ১৮:৪০

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকালে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও জাফলং ছাত্র সংসদ এর আহ্বায়ক নাদিম মাহমুদের পরিচালনায় বই বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির দেন, যুক্তরাষ্ট্রের কেমিক্যাল এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, মায়ামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ বুয়েটের সাবেক প্রভাষক প্রফেসর ড. আলিম দেওয়ান।

আলোচনা সভায় বক্তব্য দেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জাফলং ছাত্র সংসদের সদস্য-সচিব সাকিব আহমদ, প্রাক্তন শিক্ষার্থী ফাহমিদা ফাম্মি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুল মান্নান, সদস্য নাছিমা বেগম, মিনহাজ মির্জা, সাইদুল ইসলাম, মানিক মিয়া, লিটন মিয়া, লোকমান মিয়া, জাফলং সীমান্ত ঐক্য পরিষদের আহ্বায়ক ডালিম আহমদসহ অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।