https://www.emjanews.com/

13058

sylhet

প্রকাশিত

১৫ জানুয়ারী ২০২৬ ১১:৪৮

আপডেট

১৫ জানুয়ারী ২০২৬ ১১:৫৬

সিলেট

সিলেটে অ-প-হৃ-ত স্কুলছাত্রী উ দ্ধা র : আ/ট/ক ১

প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬ ১১:৪৮

র‌্যাব-৯ এর অভিযানে খুলনার একটি স্কুলছাত্রী অপহরণ মামলার ভিকটিম উদ্ধার এবং প্রধান আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেইট ইউসেফ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ১ জানুয়ারি ২ সকাল আনুমানিক ১০টার দিকে সে নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়িতে না ফেরায় দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে স্কুলের আশপাশের লোকজনকে ভিকটিমের ছবি দেখালে তার বাবা জানতে পারেন, একই দিন বেলা আনুমানিক ১১টার দিকে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তি ফুলবাড়ীগেইট বাসস্ট্যান্ড এলাকা থেকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে তাকে অপহরণ করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে খুলনার খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের শনাক্ত ও উদ্ধারে র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (১৪ জানুয়ারি)  রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কায়স্তারাইল এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান আসামিকে আটক করা হয় এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।

র‌্যাব জানায়, আটককৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছনখাইর এলাকার মো. নূর ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (২৯)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।