ছবি: সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে তাকরিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাকরিম ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। সে সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাকরিমকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার ভাসমান দেহ দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার আহমেদ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
