https://www.emjanews.com/

12790

sylhet

প্রকাশিত

০৪ জানুয়ারী ২০২৬ ২০:১২

সিলেট

কমলগঞ্জ

বাঁশঝাড় থেকে গুলিসহ ৪টি এয়ারগান উদ্ধার

প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬ ২০:১২

ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চালিয়ে কমলগঞ্জে ৪টি এয়ারগান ও ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে।

র‌্যাব সূত্র জানায়, রোববার (৪ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকার একটি মেহগনি গাছের বাগানের ভেতরে বাঁশঝাড়ে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান এবং বেগুনি রঙের একটি প্লাস্টিকের কৌটার ভেতর থেকে ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

তবে উদ্ধারকৃত এয়ারগান ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। র‌্যাব জানিয়েছে, এসব অস্ত্র ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় র‌্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ৪টি এয়ারগান ও ২৫টি গুলি জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।