মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ২১:৪২
ছবি: সংগৃহীত
ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের একেবারে সামনে এসে বিক্ষোভ করেছেন হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা-কর্মীরা। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে অফিস ছুটির পর কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই ভিএইচপির প্রায় দেড় শ নেতা-কর্মী বাংলাদেশবিরোধী স্লোগান দিতে দিতে মিশনের প্রায় ৩০ মিটারের মধ্যে চলে আসেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
মুম্বাই থেকে বিকেলে একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার বিকেল পাঁচটায় অফিস ছুটি শেষে মুম্বাইয়ে বাংলাদেশের উপহাইকমিশনার ফারহানা চৌধুরীসহ অনেক কর্মকর্তা মিশন ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটার দিকে, কোনো পূর্বঘোষণা ছাড়াই বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উল্টো দিকে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের প্রবেশমুখে ভিএইচপির নেতা-কর্মীরা এসে জড়ো হন।
হঠাৎ বিক্ষোভকারীদের এমন উপস্থিতিতে সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা কিছুটা বিব্রত হয়ে পড়েন। এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ বিভিন্ন বাংলাদেশবিরোধী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর পুলিশের বাধার মুখে ভিএইচপির বিক্ষোভকারীরা বাংলাদেশ মিশনের সামনে থেকে সরে যান।
মুম্বাইয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাধারণত বাংলাদেশ উপহাইকমিশনের সামনে কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেখানে অতিরিক্ত ১৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
