ছবি: সংগৃহীত
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে বৃহস্পতিবার ও শুক্রবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় প্রশাসন ও বিজিবি সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে টেকনাফ হোয়াইক্যাংয়ের উত্তরপাড়া সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায়। এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরার সময় মো. আলমগীর (৩১) নামের এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিটি সম্ভবত মিয়ানমার সীমান্ত থেকে এসেছে।
গুলিবিদ্ধ আলমগীর হোয়াইক্যং বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুখালী গ্রামের সৈয়দ আহমদের ছেলে। তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানিয়েছেন, ‘হোয়াইক্যং সীমান্তে গোলাগুলির কারণে সীমান্তে বসবাসকারী মানুষদের নিরাপদে থাকতে বলা হয়েছে। গুলিবিদ্ধ জেলের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।’
উখিয়া বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। শুনেছি তিনি মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমানা পার হয়ে তাদের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। সেখান থেকে তাকে গুলি করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মিয়ানমার সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। পরে ১১টার পর আবারও এপারে মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ ভেসে এসেছে।’
তিনি আরও জানান, ‘সীমান্তে বসবাসকারীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। আমাদের দল সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।’
স্থানীয় প্রশাসন ও বিজিবি জনগণকে সীমান্তবর্তী এলাকায় আসা-যাওয়ার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
