শিরোনাম
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নি হ ত, একজন গুরুতর আ হ ত শিশু নিবাসগুলো সরকারি সম্পদ তৈরির কারখানা: জেলা প্রশাসক জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃ ত্যু ‘এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য’-রুমিন ফারহানা  চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর আভাস চট্টগ্রাম শহরে ৩৩০ ‘দু/ষ্কৃতকারীর’ অবস্থান ও প্রবেশ নি ষি দ্ধ টাঙ্গুয়ার হাওরসহ জলাভূমির প্রকৃতি রক্ষায় নতুন পদক্ষেপ নিল সরকার ইরানের প্রশংসায় ট্রাম্প ফাঁকা ৪৭ আসন নিয়ে জামায়াতের জোটে নয়া আলোচনার সূচনা

https://www.emjanews.com/

13115

surplus

প্রকাশিত

১৭ জানুয়ারী ২০২৬ ১৯:৩২

অন্যান্য

দক্ষিণ সুরমায় জামায়াতের দলীয় সাধারণ সভা

প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬ ১৯:৩২

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, ‘জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি আদর্শিক আন্দোলন। আমাদের মূল লক্ষ্য হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দুনিয়াতে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করা। আমরা এমন একটি দেশ গড়ার স্বপ্ন দেখি যেখানে মানুষের তৈরি কোনো আইনের দাসত্ব থাকবে না, বরং মানুষ পরিচালিত হবে স্রষ্টার দেওয়া ইনসাফের বিধান অনুযায়ী। দুনিয়াবী কোনো সুবিধা না, সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্যেই জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে।’

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করিমপুর গ্রামের দলীয় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, ‘আজ দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষের অধিকার আজ লুণ্ঠিত, নৈতিকতার চরম অবক্ষয় আমরা চারদিকে দেখতে পাচ্ছি। এই অবস্থায় আমাদের হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। তাই আমাদেরকে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। আর্তমানবতার সেবা এবং দাওয়াতি কাজের মাধ্যমে আমাদের প্রতিটি কর্মীকে একেকটি আদর্শের মডেলে পরিণত হতে হবে।’

জালালপুর ইউনিয়ন শিবিরের সেক্রেটারি নাঈম আহমদের সঞ্চালনায় উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন গ্রামের বিশিষ্ট মুরব্বি দুদু মিয়া।

উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন- দক্ষিণ সুরমা উপজেলার নায়েবে আমির এডভোকেট নাজমুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, জালালপুর ইউনিয়ন জামায়াতের আমির হাফিজ মুজাম্মেল আলি, সাবেক জেলা শিবিরের সভাপতি আব্দুর রহমান সায়মন, মোগলাবাজার থানা শিবিরের সভাপতি তোফায়েল আহমদ, জালালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম, জামাত নেতা ফয়সল আহমদ, তারেকুজ্জামান লায়েক, রুফ মিয়া, ফজলু মিয়া, খিজির আহমদ প্রমুখ।