শিরোনাম
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নি হ ত, একজন গুরুতর আ হ ত শিশু নিবাসগুলো সরকারি সম্পদ তৈরির কারখানা: জেলা প্রশাসক জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃ ত্যু ‘এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য’-রুমিন ফারহানা  চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর আভাস চট্টগ্রাম শহরে ৩৩০ ‘দু/ষ্কৃতকারীর’ অবস্থান ও প্রবেশ নি ষি দ্ধ টাঙ্গুয়ার হাওরসহ জলাভূমির প্রকৃতি রক্ষায় নতুন পদক্ষেপ নিল সরকার ইরানের প্রশংসায় ট্রাম্প ফাঁকা ৪৭ আসন নিয়ে জামায়াতের জোটে নয়া আলোচনার সূচনা

https://www.emjanews.com/

13121

surplus

প্রকাশিত

১৭ জানুয়ারী ২০২৬ ২০:৩৭

আপডেট

১৭ জানুয়ারী ২০২৬ ২০:৩৯

অন্যান্য

চুনারুঘাটে পদক্ষেপ গণপাঠাগারে প্রকাশনার মোড়ক উন্মোচন ও বইপড়া প্রতিযোগিতা

প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬ ২০:৩৭

ছবি: ইমজা নিউজ

হবিগঞ্জের চুনারুঘাটে পদক্ষেপ গণপাঠাগারের নিয়মিত প্রকাশনা ‘আলোর পদক্ষেপ’- এর মোড়ক উন্মোচন এবং বার্ষিক বইপড়া প্রতিযোগিতা ২০২৫- এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সের পদক্ষেপ গণপাঠাগার ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ- এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জাহানারা খাতুন।

এস এম মিজান- এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, আবৃত্তি শিল্পী সৈয়দ ফয়সল আহমদ, অ্যাডভোকেট আব্দুল আওয়াল মাস্টার, সাংবাদিক মিলন রশিদ, কবি এস এম তাহের, সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম, কবি জিন্নুন নাহার খানম নিপা ও কবি হারুন সিদ্দিকী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল পাবলিক লাইব্রেরির কর্মী আলফু মিয়া, কবি মতিউর রহমান, হুমায়ুন কবির মিলন, হুমায়ুন কবির চৌধুরী, আনোয়ার হোসেন বিপ্লব, আশরাফ হোসেন রুবেল, মোহাম্মদ নূরুদ্দীন, বশির মাস্টার, রুপু দেব, রিমন মুক্তাদির, রাকিব আহমেদ, জিয়াউল তালুকদার জুমন, মাসুক আহমেদ, নাসির চৌধুরী, সহকারী গ্রন্থাগারিক রোমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘আলোর পদক্ষেপ’ প্রকাশনাটি এ অঞ্চলের সাহিত্যচর্চায় একটি মাইলফলক হয়ে থাকবে।’

এছাড়া নান্দনিক কলেবর ও জাতীয়-আঞ্চলিক লেখকদের গুরুত্বপূর্ণ লেখায় সমৃদ্ধ এ প্রকাশনাটি পাঠকপ্রিয়তা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবদান অকুণ্ঠচিত্তে প্রশংসা করেন বক্তারা।

বার্ষিক বইপড়া প্রতিযোগিতা ২০২৫ তিনটি শাখায় অনুষ্ঠিত হয়। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারী পাঠকরা ‘সোফির জগৎ’, ‘প্রদোষে প্রাকৃতজন’ এবং ‘সৈয়দ মুজতবা আলী শ্রেষ্ঠ রম্যরচনা’- এই তিনটি বই পাঠ করে লিখিত মূল্যায়নে অংশ নেন।

সভাপতির বক্তব্যে মোস্তফা মোরশেদ বলেন, “পদক্ষেপ গণপাঠাগার বাংলাদেশের একটি ‘ক’ শ্রেণির পাঠাগার। তাই এর বইপড়া প্রতিযোগিতার গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পাঠাভ্যাস গড়ে উঠবে।

প্রধান অতিথি অধ্যাপক জাহানারা খাতুন বলেন, ‘পদক্ষেপ গণপাঠাগার বইপড়া আন্দোলনের এক অনন্য প্রতিষ্ঠান।’ বই মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনটি শাখায় মোট নয়টি পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই বই উপহার দেওয়া হয়।