
ইএন ডেস্ক।। সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার) বিকেল থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে। তবে সোমবার থেকে তা কিছুটা প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, “আজ বিকেল থেকে দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আগামীকাল ও রোববার তা অব্যাহত থাকবে, তবে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।”
আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, “চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তীব্র আকারে দেখা দিতে পারে।”
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।
ইএন/এআর।