
ইএন ডেস্ক: সিলেট হোল্ডিং লিঃ কোম্পানীর অধীনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজের নিম্নোক্ত পদসমূহের নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদ সমুহ হলো, ১। সহকারী রেজিস্টার, ২। মেডিকেল অফিসার, ৩। মার্কেটিং ম্যানেজার, ৪। জুনিয়ার এক্সিকিউটিভ অফিসার, ৫।প্রভাষক, ৬। নার্সিং ইনস্ট্রাকটর/ক্লিনিকাল ইনস্ট্রাকটর ৭। কম্পিউটার অপারেটর,৮। রিসিপশনিস্ট, ৯। সলস্ এ্যাসোসিয়েট (ডিসপেনসার), ১০।টেকনিশিয়ান (কালেকশন) ১১।ওয়ার্ডবয়, ১২।নিরাপত্তা প্রহরী, ১৩। কার্পেন্টার।
আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয়পরিচয়পত্রের ফটোকপিসহ দুই জন ব্যক্তির রেফারেন্স ঠিকানা ও মোবাইল নম্বর আগামী ০২/৬/২০২৫ইং তারিখ বেলা ৩:০০ ঘটিকার মধ্যে মানবসম্পদ বিভাগ, হলি সিলেট হোল্ডিং লিঃ, মীরবক্সটুলা, সিলেট-৩১০০ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্য যোগ্যতা সমুহ সংযুক্ত বিজ্ঞপিতে বিস্তারিত রয়েছ।