শিরোনাম
ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5699

national

প্রকাশিত

২৭ মে ২০২৫ ১৫:৫২

জাতীয়

১৩ পদে নিয়োগ দিচ্ছে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল

প্রকাশ: ২৭ মে ২০২৫ ১৫:৫২

ইএন ডেস্ক:  সিলেট হোল্ডিং লিঃ কোম্পানীর অধীনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজের নিম্নোক্ত পদসমূহের নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদ সমুহ হলো,  ১। সহকারী রেজিস্টার, ২। মেডিকেল অফিসার, ৩। মার্কেটিং ম্যানেজার, ৪। জুনিয়ার এক্সিকিউটিভ অফিসার, ৫।প্রভাষক, ৬। নার্সিং ইনস্ট্রাকটর/ক্লিনিকাল ইনস্ট্রাকটর ৭। কম্পিউটার অপারেটর,৮। রিসিপশনিস্ট, ৯। সলস্ এ্যাসোসিয়েট (ডিসপেনসার), ১০।টেকনিশিয়ান (কালেকশন) ১১।ওয়ার্ডবয়, ১২।নিরাপত্তা প্রহরী, ১৩। কার্পেন্টার।
 
আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয়পরিচয়পত্রের ফটোকপিসহ দুই জন ব্যক্তির রেফারেন্স ঠিকানা ও মোবাইল নম্বর আগামী ০২/৬/২০২৫ইং তারিখ বেলা ৩:০০ ঘটিকার মধ্যে মানবসম্পদ বিভাগ, হলি সিলেট হোল্ডিং লিঃ, মীরবক্সটুলা, সিলেট-৩১০০ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্য যোগ্যতা সমুহ সংযুক্ত বিজ্ঞপিতে বিস্তারিত রয়েছ।