শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5922

national

প্রকাশিত

০২ জুন ২০২৫ ২১:২৪

জাতীয়

৪৪তম বিসিএস

নন-ক্যাডার পদের জন্য পছন্দক্রম চাইল পিএসসি

প্রকাশ: ০২ জুন ২০২৫ ২১:২৪

ছবি- সংগ্রহ

ইএন ডেস্ক।। ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নন-ক্যাডার পদে চাকরিতে আগ্রহীদের কাছ থেকে অনলাইনে পছন্দক্রম আহ্বান করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী নবম থেকে ১২তম গ্রেডভুক্ত পদে নিয়োগে আগ্রহী প্রার্থীরা www.bpsc.gov.bd ও http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

কমিশন প্রয়োজনবোধে বিজ্ঞপ্তিতে সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এদিকে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষা শেষে দ্রুতই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

৪৪তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যালে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

ইএন/এআর।