জুনেও নিম্নচাপ: ভারি বৃষ্টি ও বন্যার আশঙ্কা
বজ্রঝড় ও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রকাশ: ০৩ জুন ২০২৫ ১৯:০৭

ছবি- সংগ্রহ
ইএন ডেস্ক।। মে মাসের শেষে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি গভীর নিম্নচাপের ধকল এখনো পুরোপুরি কাটেনি উপকূলীয় অঞ্চলের মানুষের। এরই মধ্যে জুন মাসের শুরুতেই নতুন আরেকটি নিম্নচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের কিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাত এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, জুন মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে এসব অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, জুন মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল (বিশেষ করে সিলেট বিভাগ) এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের (চট্টগ্রাম বিভাগসহ পার্বত্য এলাকা) কয়েকটি স্থানে ভারি বর্ষণ হতে পারে। এতে নিম্নাঞ্চলগুলোতে পানি জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
তবে সামগ্রিকভাবে সারা দেশে জুন মাসে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর আরও জানায়, এ মাসে ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় ১ থেকে ২টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জুন মাসে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। ফলে গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে, বিশেষ করে যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাবে।
আবহাওয়া অধিদপ্তর সকল সংশ্লিষ্ট বিভাগকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকা ও নদী-তীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ইএন/এআর।