মধ্যপ্রচ্য
ইরানের বিরুদ্ধে স্টারমার-ট্রাম্পের ঐক্য
ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না-এই বিষয়ে উভয় নেতার পূর্ণ ঐকমত্য রয়েছে।
প্রকাশ: ২৩ জুন ২০২৫ ১১:১১

ছবি- সংগ্রহ
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ফোনালাপে একমত হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হওয়া ওই ফোনালাপে দুই নেতা ইরানের পারমাণবিক কার্যক্রমকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘গম্ভীর হুমকি’ হিসেবে উল্লেখ করেন।
ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে জানানো হয়, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না-এই বিষয়ে উভয় নেতার পূর্ণ ঐকমত্য রয়েছে। তাঁরা বলেন, আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছাতে ইরানের দ্রুত আলোচনায় ফিরতে হবে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা নিয়েও আলোচনা করেন স্টারমার ও ট্রাম্প। তাঁদের মতে, এই হামলা ইরান থেকে আসা হুমকি কমানোর একটি প্রচেষ্টা ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে দাবি করেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ‘বিপুল ক্ষয়ক্ষতি’ হয়েছে। তাঁর ভাষায়, ‘স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, সব স্থাপনাতেই লক্ষ্যভেদে বড় ধ্বংস হয়েছে, বিশেষ করে ভূগর্ভস্থ স্থাপনাগুলো একেবারে গুঁড়িয়ে গেছে।’
ট্রাম্প অভিযোগ করেন, ইরান এই ক্ষয়ক্ষতির ব্যাপারটি আড়াল করার চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে জানান, বিশেষ করে ফর্দো পারমাণবিক স্থাপনায় ভূগর্ভে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এর প্রকৃত পরিমাণ এখনো পুরোপুরি নির্ণয় করা সম্ভব হয়নি।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ফর্দো স্থাপনাটির তিনটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে দুটি বিশাল গর্ত এবং একটি ক্ষতিগ্রস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চিত্রও ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, এই আঘাতগুলো বাংকার-বিধ্বংসী বোমার মাধ্যমে হয়েছে।
এই পরিস্থিতিতে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভবিষ্যতেও এই ইস্যুতে ঘনিষ্ঠ সমন্বয় চালিয়ে যাবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।