
সিলেট জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতি তৃতীয় দিনের মতো চলছে। সকাল থেকেই রাস্তায় কোনো প্রকার পিকেটিং বা অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায় নি। কাঁচামালের বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায়, পণ্যবাহী ট্রাক মোটামুটি সবগুলোই আড়তে এসে পৌঁছেছে। ধর্মঘটের কারণে জেলার বিভিন্ন সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহন কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা যাচ্ছে।
সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দেওয়াসহ পাঁচ দাবিতে ধর্মঘট করছেন পাথর শ্রমিক-ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক-মালিক ঐক্য পরিষদ। শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে তারা ধর্মঘট শুরু করেছেন। সিলেটের ট্রাক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো- পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি এবং বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ করা।