
ছবি: সংগ্রহ
হবিগঞ্জের নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাজার সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের গাজির ট্টেকে এ ঘটনা ঘটে। টানা দুই ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষে শেষে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান , গত কয়েক দিন থেকে ওই দুই গ্রামের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এবিষয়ে আজ দুপুরে তিমিরপুর ও চরগাও গ্রামবাসী মিটিং করছিলেন। এ খবর পেয়ে অনমনু গ্রামবাসীও অবস্থান নেন। তিমিরপুর ও চরগাও গ্রামের মিটিং শেষে তারা যখন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে আসেন তখনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আর হাসপাতাল সড়কের ইউনাইটেড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, মধ্যবাজারের হোটেল হাসেমবাগ ও মাছ বাজারে হামলা ভাংচুরসহ আরও কয়েটি ব্যবস্যা প্রতিষ্টানে ভাংচুর করা হয়।
বেলা ৫টায় এ রিপোর্ট লেখাপর্যন্ত ঘটনার সম্পর্কে জানতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেন নি।
বিস্তারিত আসছে- - - - - -