শিরোনাম
নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: ইকবাল হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ -মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে জাফলং এর অবৈধ বালু আটক করলেন গ্রামবাসী, ছাড়ালেন প্রশাসন! ৪৮ ঘণ্টার ধর্মঘট গড়ালো ৭২ ঘন্টায় বিএনপির পিছু নিয়েছে কুচক্রীমহল

https://www.emjanews.com/

6984

politics

প্রকাশিত

০৭ জুলাই ২০২৫ ১০:০৪

আপডেট

০৭ জুলাই ২০২৫ ১০:৪৩

রাজনীতি

ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ ১০:০৪

ছবি: সংগ্রহ

ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তবর্তী সরকার, এমনই  আশাবাদ বিএনপির।  নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগুবে বলেও বিশ্বাস দলটির।

‌সোমবার (৭ জুলাই) সকা‌লে সি‌লেট পৌঁ‌ছে  কে‌ন্দ্রীয় নেতা‌দের নি‌য়ে  শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারত শে‌ষে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবা‌দিক‌দের সা‌থে আলাপকা‌লে এ আশাবাদ ব্যক্ত ক‌রেন।


 এসময় তিনি  আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান, যে নতুন  পথ দেখিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকেই।  

 তিনি দাবি করেন, দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারো প্রাণহানি ঘটেছে।  

এর আ‌গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সকা‌লের ফ্লাই‌টে সিলেটে এসে পৌঁছান।

তাদেরকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সেখানে অভ্যর্থনা জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের আমন্ত্রণে এবং জেলা ও মহানগর বিএনপির আয়োজনে-দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিল, কর্মী সভা এবং জুলাই শহীদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।