
ছবি: সংগৃহিত।
হবিগঞ্জে এক তরুণীকে অপহরণ ও মারধরের মামলায় পাঁচ নারীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে তা নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো পাঁচ নারী হলেন-রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, সাহেদা আক্তার ও লুবনা আক্তার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৭ জুলাই হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাধবপুরগামী একটি যাত্রীবাহী বাসে এক তরুণীকে অপহরণ ও মারধর করা হয়। অভিযুক্ত পাঁচ নারী যাত্রীবেশে বাসে উঠে পরিকল্পিতভাবে তাকে বাস থেকে নামিয়ে পিটিয়ে অপহরণ করেন। ঘটনাটি বাসের এক যাত্রীর মোবাইলে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভুক্তভোগী তরুণীর ভাই ছালেক মিয়া জানান, তার বোন সম্প্রতি স্বামী কাউছার মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেন। মামলার পেছনে ছিল পরকীয়া ও যৌতুকের চাপ। এই মামলার জের ধরেই তাকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি পরিবারের।
এ ঘটনায় ছালেক মিয়া মোট ১১ জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।