শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7398

sylhet

প্রকাশিত

১৮ জুলাই ২০২৫ ১৬:০৪

আপডেট

১৮ জুলাই ২০২৫ ১৯:৫৩

সিলেট

জলাবদ্ধতায় নাখাল হবিগঞ্জবাসী, কার্যকর পদক্ষেপের আহ্বান

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ ১৬:০৪

হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয় থেকে মুক্তি পেতে পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করার দাবিতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে শ্যামলী এলাকার অরবিট স্কুল প্রাঙ্গণে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও নদীপাড়ের ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ সভা এবং নদীর একাংশ পরিদর্শনের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব শরীফ জামিল বলেন,‘ হবিগঞ্জবাসী পুরাতন খোয়াই রক্ষায় যেকোনো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে বিগত সময়ে দেখা গেছে, নদী রক্ষার নামে নেওয়া অনেক প্রকল্প দখলদারদের বৈধতা দেওয়ার হাতিয়ার হয়ে উঠেছে। হবিগঞ্জের মানুষ সেই ভুল আর হতে দেবে না।’
তিনি আরও বলেন, পুরাতন খোয়াই পুনরুদ্ধারের আগে চলমান দখল বন্ধ করতে হবে। শ্যামলী, মুসলিম কোয়ার্টার, পুরান মুন্সেফ, শায়েস্তানগরসহ বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার কারণে জনজীবনে যে মানবিক বিপর্যয় চলছে, তা মোকাবিলা করা জরুরি।

সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ এবং হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

বক্তব্য রাখেন সৈয়দ মুশফিক আহমেদ, অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, আকলু মিয়া, ফয়সল আহমদ, আবদুল বাসিত প্রমুখ।
ধারণাপত্র উপস্থাপন করেন  খোয়াই রিভার ওয়াটারকিপার’ও ‘ধরা হবিগঞ্জ’র সদস্যসচিব তোফাজ্জল সোহেল।

সভা শেষে নদীর বিভিন্ন দখলকৃত অংশ পরিদর্শনে গিয়ে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ও সংগঠনের আজীবন সদস্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, পুরাতন খোয়াই নদী হবিগঞ্জ শহরের ফুসফুস। এই নদীই শহরের পরিকল্পিত নগরায়নের প্রধান ভিত্তি হতে পারত। কিন্তু দখল ও দূষণের কারণে নদীসহ পুরো শহর আজ বিপর্যস্ত।

সভায় তোফাজ্জল সোহেল বলেন, মাছুলিয়া থেকে বগলাবাজার পর্যন্ত খোয়াই নদীর ওপর দখল থেমে নেই। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও নদীর বুক চিরে স্থাপনা গড়ে তুলেছে। এরই ফলে হবিগঞ্জে আজ ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। পুরাতন খোয়াই রক্ষায় নদীর সীমানা নির্ধারণ জরুরি। যেহেতু এ অঞ্চলে সিএস জরিপ নেই, তাই স্থানীয় পরিবেশবাদী ও প্রবীণদের মতামতের ভিত্তিতে বৈজ্ঞানিক সমীক্ষার মাধ্যমে সীমানা চিহ্নিত করতে হবে।

সভায় বক্তারা পুরাতন খোয়াই পুনরুদ্ধারে একটি শক্তিশালী ও সমন্বিত নাগরিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।