শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7428

sylhet

প্রকাশিত

১৯ জুলাই ২০২৫ ১১:৩৩

সিলেট

হবিগঞ্জে ৪ জনের মৃত্যু রহস্যজনক

চোলাই মদের বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ ১১:৩৩

ছবি: সংগৃহিত।

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় চারজনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, চোলাই মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছেন। মৃতদের মধ্যে দুইজন যুবক এবং দুইজন বয়স্ক ব্যক্তি রয়েছেন।
মৃত ব্যক্তিরা হলেন- চৌধুরী বাজারের চা দোকানের কর্মচারী অপু দাস, ট্রাফিক পয়েন্টের সেলুন ব্যবসায়ী রতন শীল, একই এলাকার চা-স্টল ব্যবসায়ী নিকুঞ্জ এবং উমেদনগর গ্রামের বাসিন্দা বৃদ্ধ জাহাঙ্গীর। 
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িসংলগ্ন সুইপার কলোনি থেকে চোলাই মদ সংগ্রহ করেছিলেন।

১৬ জুলাই এই চারজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে জাহাঙ্গীর ওই রাতেই মারা যান। পরদিন ১৭ জুলাই অপু, রতন ও নিকুঞ্জের মৃত্যু হয়। প্রত্যেকেই হাসপাতালে হৃদরোগ বা স্ট্রোকের অভিযোগে ভর্তি হয়েছিলেন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের দাফন ও সৎকার সম্পন্ন করে ফেলেন।

এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিনের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি শাহাবুদ্দিন বলেন, ‘১৬ ও ১৭ জুলাই এই চারজন মারা গেছেন। তাদের মৃত্যুর পেছনে চোলাই মদ পান করেছিল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেউ হৃদরোগে, কেউ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যদি মদপানের প্রমাণ পেতাম, তাহলে ময়নাতদন্ত করানো হতো। তারপরও আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’

এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সুইপার কলোনিতে অবাধে চোলাই মদ বিক্রি হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি এখন প্রশাসনিক তদন্তের দাবি রাখে