চুনারুঘাট
জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ ২১:০২

ছবি: সংগৃহিত।
হবিগঞ্জের চুনারুঘাটে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে অনুষ্ঠিত হলো ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট ২০২৫।
শুক্রবার (১৮ জুলাই) উপজেলা কমপ্লক্সের ভলিবল মাঠে চুনারুঘাট ক্রীড়া সংসদের আয়োজনে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
এতে চারটি দল অংশগ্রহণ করে, দলগুলো হচ্ছে- শহীদ আবু সাইদ ভলিবল দল, শহীদ মীর মুগ্ধ ভলিবল দল, শহীদ ওয়াসিম আকরাম ভলিবল দল ও কিবরিয়া ট্রেডার্স ভলিবল দল।
দিবারাত্রির এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কিবরিয়া ট্রেডার্স ভলিবল দল, যারা ২-১ সেটে হারায় শহীদ আবু সাঈদ ভলিবল দলকে, যারা রানার্স আপ হয়।
খেলায় চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কারস্বরূপ ১০,০০০ টাকা এবং রানার্স আপ দলের জন্য ৫,০০০ টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।
দেশের ইতিহাসে গৌরবময় অধ্যায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই ক্রীড়া আসরটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
এই টুর্নামেন্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাবেয়া সুলতানা মিম, সদস্য, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা- যিনি টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় চুনারুঘাট ক্রীড়া সংসদ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি। একইসঙ্গে, দীর্ঘদিন ধরে ভলিবলের উন্নয়নে নিরবচ্ছিন্ন পৃষ্ঠপোষকতা করে যাওয়ায় জাতীয় ভলিবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দামকে আন্তরিক ধন্যবাদ জানায় চুনারুঘাট ক্রীড়া সংসদ।
শুধু খেলা নয়, এই আয়োজন ছিল শহীদদের স্মরণে এক অনন্য প্রচেষ্টা, যা তরুণ সমাজকে জাতীয় ইতিহাস ও চেতনায় অনুপ্রাণিত করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।