শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7479

international

প্রকাশিত

২০ জুলাই ২০২৫ ১২:৫৩

আন্তর্জাতিক

দুই দশক কোমায় থাকার পর সৌদি ‘ঘুমন্ত প্রিন্স’ আল-ওয়ালিদের মৃত্যু

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ ১২:৫৩

ছবি: সংগৃহিত।

প্রায় দুই দশক কোমায় থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৌদি রাজপরিবারের সদস্য ও ‘ঘুমন্ত প্রিন্স’ হিসেবে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

রবিবার (২০ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে প্রিন্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৌদি আরবসহ বিশ্বজুড়ে অনেকে শোক প্রকাশ করেন।

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান প্রিন্স আল-ওয়ালিদ। তার মাথায় মারাত্মক রক্তক্ষরণ হলে তাকে দ্রুত সৌদি আরবে নিয়ে আসা হয় এবং রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে ভেন্টিলেটরে রাখা হয়। এরপর দীর্ঘ ১৯ বছর ধরে তিনি জ্ঞানহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

তার বাবা এক আবেগঘন বার্তায় ছেলের মৃত্যুতে শোক জানিয়ে কোরআনের আয়াত শেয়ার করেন: ‘হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো, তিনি তোমার প্রতি সন্তুষ্ট, আর তুমিও তাঁর প্রতি সন্তুষ্ট।’
তিনি আরও লেখেন, ‘আল্লাহর ইচ্ছায় বিশ্বাস রেখে গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় পুত্রের মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোববার জানাজা অনুষ্ঠিত হবে এবং তিনদিনব্যাপী শোক পালন করা হবে।

সৌদি আরবে ‘ঘুমন্ত প্রিন্স’ নামে পরিচিত আল-ওয়ালিদ ছিলেন একজন সামরিক কলেজের শিক্ষার্থী। তার দীর্ঘ চিকিৎসাজীবনে পরিবার কখনো আশা হারায়নি-তারা নিয়মিত প্রিন্সের খোঁজখবর জানিয়ে জনসাধারণের ভালোবাসার জবাব দিয়ে গেছেন।