ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুড়েছে ইসরায়েলি সেনারা
প্রকাশ: ২১ জুলাই ২০২৫ ১১:৫২

ছবি: সংগৃহিত।
গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফের একটি ত্রাণকেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুড়েছে ইসরায়েলি সেনারা। আল-জাজিরার ফ্যাক্ট-চেকিং সংস্থা সানাদ ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা গেছে, গাজার দক্ষিণ রাফা শহরের শাকুশ এলাকায় সেনারা মরিচের গুঁড়ার স্প্রে ব্যবহার করে মানুষকে ছত্রভঙ্গ করছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মে মাস থেকে এখন পর্যন্ত অন্তত ৮৯১ জন খাবারের জন্য গিয়ে নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই জিএইচএফের ত্রাণকেন্দ্রের আশপাশে মারা গেছেন।
গত রোববার ইসরায়েলি হামলায় ৮৪ জন নিহত হয়েছেন, তার মধ্যে ৭৩ জন সাধারণ মানুষ, যারা ত্রাণ নিতে গিয়েছিলেন। গাজার বাসিন্দারা বলছেন, গুলির ভয় থাকা সত্ত্বেও শিশুদের জন্য ত্রাণ নিতে বাধ্য হচ্ছেন তারা, কারণ বাজারে কিছু কেনার অবস্থা নেই।
এক হাসপাতালে চার বছর বয়সী এক শিশু অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। অন্য হাসপাতালে ৩৫ দিনের এক নবজাতকসহ দুজন অনাহারে প্রাণ হারিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদক হিন্দ খোদারি বলেন, খাবার সরবরাহ বন্ধ থাকলে ফিলিস্তিনিরা জীবনঝুঁকির সম্মুখীন হবেন।