
ছবি: সংগৃহিত।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানায়, ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
মার্কিন বার্তা সংস্থা এপি ‘ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১৬’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় আহতদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে এবং সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।
বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন শতাধিক।
ভারতের ইন্ডিয়া টুডে জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা চীনা তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালে মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়, এতে শিক্ষার্থীসহ বহু হতাহত হন।
এছাড়া, মালয়েশিয়ার দ্য স্টার, সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজ, মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক, ব্রিটিশ সানডে এক্সপ্রেস, ভারতের এনডিটিভিসহ বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যম বাংলাদেশে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
দুর্ঘটনার ভয়াবহতা ও এতে প্রাণহানির সংখ্যা আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।