শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7563

international

প্রকাশিত

২২ জুলাই ২০২৫ ২১:১৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই: ইরান

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ ২১:১৭

ছবি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই (সংগৃহিত)।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে বাকাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই।'

তবে তিনি জানান, ইউরোপীয় ত্রয়ী- ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে নতুন এক দফা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইরান কূটনীতিকে ‘একটি সুযোগ’ হিসেবে বিবেচনা করে উল্লেখ করে বাকাই আরও বলেন, ‘যখনই জাতীয় স্বার্থ রক্ষায় তা সহায়ক হবে বলে মনে করব, তখনই সেই সুযোগ কাজে লাগানো হবে।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইউরোপীয় ত্রয়ীর সঙ্গে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২৫ জুলাই), তুরস্কের ইস্তানবুলে। উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে ইরানের পক্ষ থেকে অংশ নেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভানচি ও কাজেম ঘরিবাবাদি। আলোচনার প্রধান বিষয় থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি।

অন্যদিকে সাম্প্রতিক ইসরায়েল-ইরান যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তবে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আমরা ছাড়ব না। এটি আমাদের বিজ্ঞানীদের অর্জন এবং জাতীয় গৌরবের প্রতীক।’

আরাগচি আরও বলেন, ‘আমাদের বেশ কয়েকটি স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতির মাত্রা নির্ধারণে আমাদের পারমাণবিক শক্তি সংস্থা কাজ করছে।’