
ছবি: সংগৃহিত।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, পাসপোর্ট জমা দেওয়ার পর তার নাম ‘স্টপ লিস্টে’ থাকার বিষয়টি অনলাইনে শনাক্ত হয়। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ছয়টি মামলা থাকার বিষয়টি নিশ্চিত হলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকেই তথ্য ছিল-আসামি সীমান্ত দিয়ে পালাতে পারেন। সেই তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন কর্মকর্তারা সতর্ক ছিলেন।
গ্রেপ্তারের পর আজাদকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, ‘আটক ব্যক্তিকে মৌলভীবাজার সদর থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।’
উল্লেখ্য, আব্দুস সামাদ আজাদের বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।