শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7583

international

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ১৪:১০

আন্তর্জাতিক

নেতানিয়াহুর ওপর হোয়াইট হাউসের আস্থাহীনতা বাড়ছে

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ১৪:১০

ছবি: সংগৃহিত।

গাজা ও সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, দুই ঘটনার পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে বিষয়টি ‘সংশোধনের’ আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

বিশ্লেষকদের মতে, বিষয়টি দুই নেতার মধ্যে সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে ইঙ্গিত দিচ্ছে।

গত বৃহস্পতিবার গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় তিনজন নিহত হন। ওই ঘটনায় নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প তাৎক্ষণিকভাবে নেতানিয়াহুকে ফোন করে হামলাটিকে 'ভুল' হিসেবে স্বীকার করে বিবৃতি দিতে বলেন।

এছাড়া সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলার বিষয়েও ট্রাম্প বিস্মিত হন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ওই দুই হামলার ঘটনায় ক্ষুব্ধ এবং বিস্মিত।

লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখলেও ইদানীংকার ঘটনাগুলোতে তাঁর অসন্তোষ প্রকাশ করেছেন।’

লেভিট আরও জানান, প্রেসিডেন্ট বর্তমানে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রতি সমর্থন জানিয়েছেন।

হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাম্প্রতিক সফর থেকেও ট্রাম্প আশাবাদী ছিলেন যে গাজা যুদ্ধবিরতিতে  অগ্রগতি হবে। কিন্তু কোনো চুক্তি ছাড়াই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।

এদিকে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ট্রাম্পের উদ্বেগের অন্যতম কারণ গাজায় ক্রমবর্ধমান প্রাণহানি। বিশেষ করে গির্জায় হামলায় মৃত্যুর ঘটনাটি তাঁকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে।

লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট কখনোই এমন মৃত্যুর দৃশ্য দেখতে চান না। তিনি চান, এই হত্যাযজ্ঞ বন্ধ হোক।’