শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7599

international

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ২০:৫৯

আন্তর্জাতিক

ইসরায়েলকে ঠেকাতে ইরান, চলবে পারমাণবিক কর্মসূচি: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ২০:৫৯

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক বার্তা দিয়ে জানিয়েছেন, যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়, তবে তা মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত।

তিনি বলেন, 'আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানার সক্ষমতা রাখে।'

বুধবার (২৩ জুলাই) আল-জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনব্যাপী সংঘাতের পর এটিই ছিল প্রেসিডেন্ট পেজেশকিয়ানের অন্যতম প্রথম গণমাধ্যম সাক্ষাৎকার।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির ওপর তেহরান আস্থা রাখতে পারছে না। 'আমরা এ বিষয়ে খুব একটা আশাবাদী নই,' বলেন তিনি।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, 'ইসরায়েল আমাদের ওপর শক্তিশালী হামলা চালিয়েছে, আমরাও তাদের গভীরে আঘাত হেনেছি। তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করছে।'

আন্তর্জাতিক বিরোধিতা উপেক্ষা করে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলেও জানিয়ে দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

তিনি বলেন, 'এই কর্মসূচি আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে এবং এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।'

তিনি আরও বলেন, 'আমরা স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্র প্রত্যাখ্যান করি। এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয় ও মানবিক অবস্থান।'

ট্রাম্প প্রশাসনের বক্তব্যকে ‘ভুল ধারণা’ আখ্যা দিয়ে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে, এমন দাবি বিভ্রান্তিকর।

ইরান কূটনৈতিক সমাধানে বিশ্বাসী বলে মন্তব্য করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, 'ভবিষ্যতের যেকোনো আলোচনা হবে পারস্পরিক লাভের ভিত্তিতে। হুমকি ও চাপের মাধ্যমে আমাদের পথ পরিবর্তন করা যাবে না।'