শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7625

international

প্রকাশিত

২৪ জুলাই ২০২৫ ১৪:২৭

আপডেট

২৪ জুলাই ২০২৫ ১৫:৪৮

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশি অভিবাসী আটক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ১৪:২৭

ছবি: সংগৃহিত।

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত ‘অপস মাহির’ নামে বিশেষ অভিযানে ৮৪ জন বাংলাদেশিসহ মোট ২২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (২২ জুলাই) জোহরের পাসির গুদাং এলাকায় তানজুং ল্যাংসাতে অবস্থিত মালয়েশিয়ার বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াকরণ সাইটে অভিযান চালানো হয়। ওই অভিযানে স্থানীয় ও বিদেশি-মোট ৬৬৪ জনের কাগজপত্র যাচাই করে যাদের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) জোহর মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের (JIM) পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, সংশ্লিষ্ট এলাকায় বৈধ পারমিট বা পাস ছাড়া বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক কাজ করছে-এমন গোয়েন্দা তথ্য ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) অনুসারে তদন্ত চলছে, যা বৈধ পাস বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় অবস্থানকে অপরাধ হিসেবে চিহ্নিত করে। এছাড়া যারা পাসের মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করেছে, তাদের বিরুদ্ধে ধারা ১৫(১)(সি) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া, সোশ্যাল ভিজিট পাস (পিএলএস) অপব্যবহারের অভিযোগে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনসের ১১(৭)(এ) ও ৩৯(বি) ধারা অনুসারেও তদন্ত করা হচ্ছে।

অভিযানে প্রকল্পস্থলের ব্যবস্থাপক ও মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়েছে। পাশাপাশি, আটক হওয়া দুই স্থানীয় নাগরিকের বিরুদ্ধেও ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(ডি) ধারায় বিদেশিদের অবৈধভাবে সহায়তার অভিযোগে তদন্ত চলছে।

আটকদের বর্তমানে তদন্তের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক।