শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7687

sylhet

প্রকাশিত

২৬ জুলাই ২০২৫ ১৬:১৫

আপডেট

২৬ জুলাই ২০২৫ ১৭:৩৯

সিলেট

দোয়ারাবাজার

‘জুলাই পুনর্জাগরণ’ শপথ অনুষ্ঠানে সমাজ গঠনের অঙ্গীকার

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ১৬:১৫

ছবি: সংগৃহিত।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়, সহযোগিতায় ছিল উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান বলেন, ‘সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে। নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, বৈষম্যহীন সমাজ গঠন এবং মূল্যবোধের পুনর্জাগরণে আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, ইউপি সদস্য কামরুল ইসলাম, ছাত্রদল আহ্বায়ক শাহাবুদ্দিন সিহাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এসার মিয়া ও সদস্য সচিব সোহেল মিয়া।

বক্তারা সমাজ উন্নয়নে তরুণ প্রজন্মের অংশগ্রহণ, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি, নারী ও শিশু অধিকার রক্ষা এবং সমতা ভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দোয়ারাবাজারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত ছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’। এতে  যুক্ত হয়ে দোয়ারাবাজারের অংশগ্রহণকারীরা দেশব্যাপী এই সামাজিক আন্দোলনের সঙ্গে ঐক্য প্রকাশ করেন।

সবার অংশগ্রহণে এই আয়োজন সমাজে সচেতনতা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলবে বলে মন্তব্য করেন আয়োজকরা।