শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7702

politics

প্রকাশিত

২৬ জুলাই ২০২৫ ১৯:২০

আপডেট

২৬ জুলাই ২০২৫ ১৯:২২

রাজনীতি

জমিয়তের জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ১৯:২০

ছবি: সংগৃহিত।

১২ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি মোহাম্মদ ওয়াক্কাস)-এর সিলেট জেলা ও মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত ২৫ জুলাই, শুক্রবার বিকেলে নগরীর সুবিধাবাজারে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর জমিয়তের আহ্বায়ক হাফিজ মাওলানা শায়খ খলিলুর রহমান। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক বিশ্বনাথী এবং কাউন্সিল বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব ও মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ উসমানী।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের মহাসচিব এবং ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ড. মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জননেতা এম এ মালিক, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, কারানির্যাতিত নেতা মুফতি জাকির হোসাইন খান। তিনি বলেন, এই দেশে আর কোনো চেতনা-ব্যবসায়ীর জায়গা হবে না। অতীতের ফ্যাসিবাদী সময়ের নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, জমিয়তের নেতাকর্মীরা মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম। তিনি বলেন, যুগপৎ আন্দোলন এবং জুলাই বিপ্লবে জমিয়তের অগ্রণী ভূমিকা ছিল। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এলাকায় দলটি শক্ত অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, ১২ দলীয় জোট সিলেট বিভাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” এবং ঘোষিত ৩১ দফা নিয়ে মাঠে কাজ করছে। জমিয়তও বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে সিলেট বিভাগের ১৯টি আসনে কাজ করবে।

বিএনপির নেতারা তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান এবং জমিয়তের সঙ্গে রাজনৈতিক ঐক্য অটুট রেখে আগামী দিনের আন্দোলনে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

কাউন্সিলে হাফিজ মাওলানা জুবায়ের আহমদকে সভাপতি ও মাওলানা নুরুল হককে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা জমিয়তের ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। একইভাবে হাফিজ মাওলানা খলিলুর রহমানকে সভাপতি এবং মাওলানা আবু বকর সরকারকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর জমিয়তের ৩১ সদস্যের কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা শরিফ উদ্দিন খান, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফেরদৌস রুম্মান, মুফতি মাওলানা আব্দুল করিম হক্কানী, মাওলানা জাকারিয়া, মাওলানা এরশাদ খান আল হাবিব, মাওলানা শাহিনুর রহমান, মাওলানা দেলোয়ার ইমরান, মাওলানা আব্দুল্লাহ নোমান, হাফিজ মাওলানা মিজানুর রহমান শিপু এবং মাওলানা শিহাব প্রমুখ।