শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7688

politics

প্রকাশিত

২৬ জুলাই ২০২৫ ১৬:৩৪

রাজনীতি

বিদেশি ভাড়াটে দিয়ে রাষ্ট্র চালানো যায় না: ফখরুল

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ১৬:৩৪

ছবি: সংগৃহিত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে তা কখনো কার্যকর হবে না। সংস্কার করতে হলে তা হতে হবে গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে।

শনিবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জিয়া পরিষদ।

মির্জা ফখরুল বলেন, ‘অনেকে ভাবছেন, কিছু মানুষ দেশের বাইরে থেকে এসে বৈঠক করে, পরিকল্পনা সাজিয়ে রাষ্ট্র সংস্কার করে ফেলবেন। এটি বাস্তবসম্মত নয়। রাষ্ট্রীয় সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি রাতারাতি হয় না।’

তিনি আরও বলেন, ‘একটি দেশের গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকট কিছু ব্যক্তি বা কমিশনের কিছুদিনের আলোচনায় সমাধান হয়ে যাবে-এমনটা আশা করাও ঠিক নয়। জনগণের অংশগ্রহণ এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই প্রকৃত সংস্কার সম্ভব।’