
ছবি: সংগৃহিত।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এক আদেশে ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২৭ জুলাই) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৪ আগস্ট তারিখে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
বদলিকৃত ৭১ জনের মধ্যে বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।
এছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে পদায়ন করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব পদে।
অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে ইটিআইয়ের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইসি সূত্র জানিয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।