
ছবি: সংগৃহিত।
বাংলাদেশের দিকে ধেয়ে আসছে চলতি বছরের ১০ম এবং ৬ষ্ঠ মৌসুমী বৃষ্টিবলয় ‘ঈশান’।
শনিবার (২ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
বিডব্লিউওটির তথ্যমতে, ‘ঈশান’ একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, যার প্রভাবে দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টি হতে পারে।
বৃষ্টিবলয়টি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ৯ আগস্ট রংপুর দিয়ে দেশ ছাড়তে পারে।
এই বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও এটি সক্রিয় থাকবে। বরিশাল ও খুলনা বিভাগে এর সক্রিয়তা তুলনামূলক কম হলেও মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৪ থেকে ৮ আগস্ট পর্যন্ত ‘ঈশান’ সবচেয়ে সক্রিয় থাকবে। এ সময় দেশের ৪০-৬০ শতাংশ এলাকায় বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যাপ্রবণ নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় বজ্রপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। যদিও বড় কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, তবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বৃষ্টিবাহী এলাকায়।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে বিডব্লিউওটি।
‘ঈশান’ বৃষ্টিবলয় চলাকালে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে। বৃষ্টি বিরতির সময় কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, বিশেষত দক্ষিণাঞ্চলে।
তবে উত্তর ও মধ্যাঞ্চলের আবহাওয়া বেশ আরামদায়ক থাকবে। সক্রিয় এলাকায় রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম।
বিডব্লিউওটি জানিয়েছে, বৃষ্টিবলয় চলাকালে সাগর সাধারণত নিরাপদ থাকবে।