
ছবি: সংগৃহিত।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সম্প্রতি চিকিৎসকদের উদ্দেশে দেয়া তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
তিনি অভিযোগ করেছেন, সংবাদমাধ্যমে তার বক্তব্য পুরোপুরি তুলে ধরা হয়নি।
রোববার (১৭ আগস্ট) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, শনিবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানে চিকিৎসকদের বিষয়ে কিছু মন্তব্য করেছিলেন। প্রথমে নিজের রোগী হিসেবে ভালো অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনার উল্লেখ করেছেন, যা সব ডাক্তারদের জন্য প্রযোজ্য নয়।
তিনি বলেছিলেন, 'অনেক ডাক্তার ভালোভাবে সেবা দেন, তবে কিছু ক্ষেত্রে অভিযোগও রয়েছে।'
ড. আসিফ জানান, সংবাদমাধ্যমে তার বক্তব্যের কিছু অংশ প্রকাশিত হওয়ায় মনে হতে পারে যে তিনি সব ডাক্তারদের সমালোচনা করেছেন। এটি সম্পূর্ণ ভুল এবং তিনি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছেন, তার মন্তব্য শুধুমাত্র একশ্রেণির চিকিৎসকদের জন্য প্রযোজ্য।
তিনি এই প্রসঙ্গে দেশব্যাপী সেবা দেওয়া সকল সততা, দক্ষ ও ত্যাগী চিকিৎসকদের কাছে ক্ষমা চেয়েছেন।
এর আগে শনিবারের অনুষ্ঠানে তিনি বলেন, 'বাংলাদেশের কিছু হাসপাতাল ও ক্লিনিকে ডাক্তারদের রোগীর স্বার্থ না দেখে ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষা করার অভিযোগ রয়েছে।'
তিনি প্রশ্ন তুলেছেন, চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন? এই মন্তব্যের কারণে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
পরিস্থিতিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম এবং জাতীয় নাগরিক পার্টি তার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।