
ছবি: সংগৃহিত।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১১ অঞ্চলে রাতের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে। এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়সহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এই ঝড়ের প্রভাব পড়তে পারে ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে।
আগামী চার দিনের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস:
শুক্রবার (১৫ আগস্ট): চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
শনিবার (১৬ আগস্ট): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনার কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি। মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা।
রোববার (১৭ আগস্ট): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
সোমবার (১৮ আগস্ট): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি। মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা।
সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।