শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

8322

art-literature

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ২২:০০

শিল্প সাহিত্য

গাজার পক্ষে সোচ্চার আইরিশ ব্যান্ড নিক্যাপ

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ২২:০০

ছবি: সংগৃহিত।

অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা আবারও বিশ্ববাসীর সামনে তুলে ধরল আইরিশ হিপহপ ব্যান্ড নিক্যাপ।

গত শুক্রবার (৮ আগস্ট) নরওয়ের অসলোর মঞ্চে গাজার পক্ষে অবস্থান জানিয়ে এবং ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য নরওয়ে সরকারের তীব্র সমালোচনা করে ব্যান্ডটি।

শো শুরুর আগে পর্দায় ভেসে ওঠা এক বার্তায় অভিযোগ করা হয়, নরওয়ের সার্বভৌম তহবিল ‘ওয়েল পেনশন ফান্ড’ বিনিয়োগের মাধ্যমে গণহত্যাকে সহায়তা করছে।

বার্তায় আরও বলা হয়, গত ২১ মাসে ইসরায়েল ৮০ হাজারের বেশি নিরপরাধ মানুষকে হত্যা করেছে। দর্শকেরা করতালি ও উল্লাসে ব্যান্ডটির সঙ্গে সংহতি জানান।

নিক্যাপকে ঘিরে বিতর্ক নতুন নয়। গত মাসে ‘ইহুদিবিদ্বেষের’ অভিযোগে হাঙ্গেরি সরকার তাদের তিন বছরের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এর ফলে ১১ আগস্ট সিগেট ফেস্টিভ্যালে তাদের পারফরম্যান্স বাতিল হয়। তবে আয়োজকেরা নিষেধাজ্ঞাকে ‘অপ্রয়োজনীয় ও দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করে।

২০২৪ সালে গাজার পক্ষে ‘ফেয়ারওয়েল টু দ্য ইউনিয়ন’ ট্যুর আয়োজনের পর যুক্তরাজ্য সরকার নিক্যাপের জন্য বরাদ্দ ১৫ হাজার পাউন্ডের শিল্প অনুদান বাতিল করে। স্বাধীন বোর্ডের অনুমোদন সত্ত্বেও সরকারের সিদ্ধান্ত কার্যকর হয়, যা পরে আদালত অবৈধ ঘোষণা করে-এটিকে শিল্পের স্বাধীনতার বড় জয় হিসেবে দেখা হয়।

বিতর্ক তীব্র হয় যখন লন্ডনের এক কনসার্টে নিক্যাপের সদস্য লিয়াম ওগ ও’হান্নাই (মো চারা) মঞ্চে হিজবুল্লাহর পতাকা প্রদর্শন করেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় এবং ২০ আগস্ট শুনানি নির্ধারিত আছে। নিক্যাপ অভিযোগগুলো ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে।

এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গাজার পক্ষে বক্তব্য দেওয়ায় মার্কিন টিভি তারকা শ্যারন অসবর্ন ব্যান্ডটির সমালোচনা করেন এবং তাদের ভিসা বাতিলের দাবি জানান।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা বাতিলের ক্ষেত্রে তারা ‘জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও শর্ত লঙ্ঘন’ বিবেচনা করে, তবে বিশেষ কেস নিয়ে মন্তব্য করে না।