https://www.emjanews.com/

8498

national

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৫ ২০:০২

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জে পারিবারিক কলঙ্কের চাপ সহ্য করতে না পেরে কিশোরীর আ*ত্মহত্যা

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ ২০:০২

ছবি: সংগৃহিত।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলঙ্কজনিত কটূক্তি ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তামান্না আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তামান্না নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তামান্না উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের মো. কামাল হোসেনের মেয়ে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে তামান্নার মা পাখি আক্তার দগরিসারের একটি বেকারির কর্মচারী ও ময়মনসিংহের আলী নামের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান।

এ ঘটনার পর তামান্না সমাজের বিভিন্ন মানুষের কাছ থেকে অপমান ও কটূক্তির শিকার হন। বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের তির্যক দৃষ্টিভঙ্গি তাকে গভীর মানসিক চাপের মধ্যে ফেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামাজিক কটূক্তি ও মানসিক যন্ত্রণার কারণে তামান্না আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'

ঘটনার কারণে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশীরা বলেন, পরিবারের বড়দের ভুলের খেসারত শেষ পর্যন্ত সন্তানকে দিতে হলো, যা অত্যন্ত মর্মান্তিক।