https://www.emjanews.com/

8570

international

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৫ ১৬:২৪

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভিসাধারীদের জন্য কঠোর সতর্কবার্তা: আইন ভঙ্গের সুযোগ নেই

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ১৬:২৪

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় ভিসা বা আবাসনের অনুমতি পাওয়া কোনো বিদেশি আইন ভঙ্গ করলে ছাড় পাবে না-এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুথন ইসমাইল। তিনি বলেন, ‘মালয়েশিয়ার নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের অবস্থান একেবারেই আপসহীন।’

শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে  সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থী, বিনিয়োগকারী, দীর্ঘমেয়াদি ভ্রমণকারী কিংবা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (MM2H) কর্মসূচির অনুমতিপ্রাপ্ত কেউই আইনের বাইরে যাওয়ার সুযোগ পাবেন না। আইন ভঙ্গের ক্ষেত্রে পাস বাতিল, কালো তালিকাভুক্তি ও নির্বাসনের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এবং এসব কার্যক্রমে মর্যাদা বা জাতীয়তা কোনো প্রভাব ফেলবে না।

তিনি আরও জানান, রয়্যাল মালয়েশিয়া পুলিশ সবসময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে থাকে। সাম্প্রতিক সময়ে বিদেশিদের সম্পৃক্ত কিছু ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রতিটি ঘটনা বিদ্যমান আইন অনুসারে নিষ্পত্তি করা হবে। গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরির কোনো প্রয়োজন নেই।’

বিদেশি শ্রমবাজার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মালয়েশিয়া কেবল ১৫টি দেশ থেকে নিম্নদক্ষ শ্রমিক নিয়োগ করে থাকে-এ তালিকায় চীন নেই। তিনি জানান, ১৫ আগস্ট পর্যন্ত দেশে নিবন্ধিত চীনা প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৭৯ জন। তাদের বেশিরভাগ কর্মরত নির্মাণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও সেবা খাতে, যা মূলত বড় প্রকল্প ও বিশেষ কারিগরি দক্ষতার সঙ্গে সম্পর্কিত।