https://www.emjanews.com/

8525

sylhet

প্রকাশিত

১৬ আগস্ট ২০২৫ ১৫:৪৫

আপডেট

১৬ আগস্ট ২০২৫ ১৬:৩৫

সিলেট

সিলেটের ধুপাগুলের মহালদিক গ্রাম থেকে আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ ১৫:৪৫

ছবি: সংগৃহিত।

সিলেটের সদর উপজেলার ধুপাগুলের মহালদিক গ্রাম থেকে আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে যৌথ বাহিনী এই পাথর জব্দ করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনী ও প্রশাসনের অন্যান্য সদস্যরা।

এসময় সকাল থেকে ধুপাগুলের বিভিন্ন ক্রাশার মিল, মহালদি গ্রামে লুকিয়ে রাখা আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় এক লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন। শনিবার পর্যন্ত প্রায় ৪ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়।

সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান শনিবার দুপুর পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকা থেকে মাটি ও বালি চাপা দিয়ে লুকিয়ে রাখা প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথরগুলো সাদা পাথরের প্রতিস্থাপন করা হবে বলেও জানান তিনি।