শিরোনাম
কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র-মদ উদ্ধার, গ্রেফতার ৪ সাদা পাথরের প্রকৃত লুটে*রাদের আইনের আওতায় না এনে গরিব দিনমজুরদের হয়রানি করা হচ্ছে জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ: সিকৃবিতে ছাত্রদল কমিটি ঘোষণায় বিক্ষোভ ভোলাগঞ্জের পাথর খুঁজতে ছাতকেও অভিযান চেয়ারম্যান আলমগীর আলমকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পরিবারের সিলেটের ধুপাগুলের মহালদিক গ্রাম থেকে আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ পাথর লুটে প্রভাবশালীদের নাম জানা, অথচ গ্রেফতার নেই পাচারের নতুন রুট ছাতক, কাটাগাঙ হয়ে যাচ্ছে লুটের পাথর সাদাপাথর লুট: ব্যর্থদের নিয়েই জেলা প্রশাসনের তদন্ত কমিটি!

https://www.emjanews.com/

8516

international

প্রকাশিত

১৬ আগস্ট ২০২৫ ১২:৫২

আপডেট

১৬ আগস্ট ২০২৫ ১৩:৫৬

আন্তর্জাতিক

ইসরাইলি হামলা

গাজায় একদিনে নিহত ৫১, মোট প্রাণহানি ছাড়াল ৬১ হাজার ৮০০

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ ১২:৫২

ছবি: সংগৃহীত।

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৬৯ জন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮২৭ জনে।

শুক্রবার (১৫ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বিবৃতিতে বলা হয়, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ২৭৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে আরও একজন তরুণী মারা গেছেন। এ নিয়ে ইসরাইলি অবরোধের কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪০ জনে, যাদের মধ্যে ১০৭ জন শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলি বাহিনী মানবিক সাহায্য নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। গত একদিনেই এ ধরনের ঘটনায় ১৭ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এখন পর্যন্ত ১ হাজার ৮৯৮ জনকে হত্যা করেছে ইসরাইল, আহত হয়েছেন অন্তত ১৪ হাজার ১১৩ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় টানা সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল। ওইদিন ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করে হামাসের যোদ্ধারা প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাব দিতেই গাজায় শুরু হয় ইসরাইলি অভিযান।

১৫ মাসের বেশি সময় ধরে চলা অভিযানে আন্তর্জাতিক চাপের মুখে ১৯ জানুয়ারি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও, তা ভেঙে গত ১৮ মার্চ থেকে ফের আক্রমণ শুরু করে আইডিএফ।

এদিকে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইল বর্তমানে গণহত্যার মামলার মুখোমুখি।