
ছবি: সংগৃহীত।
রাজবাড়ীর দৌলতদিয়ায় শনিবার সকালে প্রায় আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৫০০ টাকায়। পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে জেলে সিদ্দিক প্রামাণিকের জালে ধরা পড়া মাছটি, ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে আবার ময়মনসিংহের এক প্রবাসীর কাছে বিক্রি করেছেন ১৪ হাজার ৫০০ টাকায় ।
শাহজাহান শেখ জানান, মাছটির ওজন ২ কেজি ৪৯০ গ্রাম। নিলামে তিনি প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকায় মোট ১৩ হাজার ৭০০ টাকায় মাছটি ক্রয় করেন। পরে ময়মনসিংহের বাসিন্দা ও অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে প্রতি কেজি ৫ হাজার ৮০০ টাকায় মোট ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
তিনি বলেন, ‘ময়মনসিংহের ওই ব্যক্তি আগে থেকে বড় ইলিশের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মাছটি কেনার সঙ্গে সঙ্গে তাকে ফোনে জানানো হয় এবং মানিকগঞ্জে তার আত্মীয়ের মাধ্যমে মাছটি পৌঁছে দেওয়া হয়েছে। এই মৌসুমে এত বড় ইলিশ আগে খুব কমই ধরা পড়েছে।’
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, বর্ষা মৌসুমে পদ্মা নদীর পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বড় ইলিশ পাওয়া যায়। তবে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।