
ছবি: সংগৃহিত।
বাংলাদেশের বিদেশি মিশনগুলোতে টানানো রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো লিখিত নির্দেশনা না দিয়ে টেলিফোনের মাধ্যমে মৌখিক নির্দেশ দেয়।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান মন্তব্য এড়িয়ে যান।
তবে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বেশির ভাগ মিশন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি রাষ্ট্রপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়। যেখানে তখনও ছবি ছিল, সেগুলোও শনিবার টেলিফোন নির্দেশে নামানো হয়েছে।
একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি টানানো বাধ্যতামূলক হলেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি টানানো ছিল রেওয়াজ। নতুন নীতির আলোকে ‘কারও ছবি থাকবে না’- এটা বাস্তবায়ন করা হচ্ছে। তবে রোববার বিকাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে রাষ্ট্রপতির ছবি দেখা গেছে।"
রাষ্ট্রপতির ছবি অপসারণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'আমিও পত্রিকায় পড়েছি। আমি বিদেশি মিশনে কাজ করি না, তাই প্রেক্ষাপট জানি না। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।'
তিনি আরও বলেন, 'সরকারি কোনো সিদ্ধান্ত হলে তার লিখিত প্রমাণ থাকত, অথচ উপদেষ্টা পরিষদে এ বিষয়ে আলোচনা হয়নি।'
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকার বিষয়টি আলোচনায় আসে। অন্যান্য দূতাবাসে ছবি সরানো হলেও সেখানে থাকায় প্রশ্ন ওঠে। এরপর সব মিশনেই একরূপতা আনার জন্য ছবি অপসারণের উদ্যোগ নেওয়া হয়।