https://www.emjanews.com/

8593

national

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৫ ২২:২৮

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে নার্সকে মারধরের ঘটনায় বিএনএ মহাসচিবের ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ২২:২৮

ছবি: সংগৃহিত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় নার্স সেলিনা সুলতানাকে মারধরের ঘটনায় বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ)-এর মহাসচিব আসাদুজ্জামান জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রোববার (১৭ আগস্ট) দুপুরে তিনি হাসপাতালটি ঘুরে দেখেন এবং আহত নার্সের খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কোহিনূর বেগম, সাধারণ সম্পাদক নাছিমা বেগমসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা তাদেরকে স্বাগত জানান।

পরিদর্শন শেষে বিএনএ মহাসচিব আসাদুজ্জামান জুয়েল বলেন, 'কর্তব্যরত অবস্থায় একজন নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।'

 একই সঙ্গে তিনি তাৎক্ষণিক মামলা, গ্রেপ্তার ও পদক্ষেপ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. কিশলয় সাহা ও আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হানও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী জরিনা বেগমকে সেবা দিতে দেরি হওয়ায় তার স্বজনেরা নার্স সেলিনা সুলতানার ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। পরে আরএমও বাদী হয়ে নবীনগর থানায় মামলা করলে পুলিশ এজাহারভুক্ত আসামি জরিনার ছেলে রায়হান (২৪) কে গ্রেপ্তার করে।