
ছবি: সংগৃহিত।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর মারকুলি গ্রামের শফিকুল (১৭) নামে এক কিশোর সিলেটে এসে নিখোঁজ হয়েছেন। তিন দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শফিকুলের পিতা শামসুল হক ও মাতা রুকিয়া বেগম জানান, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে শফিকুল ঢাকা থেকে সিলেটে আসেন। সিলেটে পৌঁছে এক দোকান থেকে স্বজনদের ফোন দেন। এরপর দোকান থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
পরিবার জানায়, শফিকুল এই প্রথম সিলেটে আসেন। তিনি এলাকার কাউকে চিনতেন না।
নিখোঁজের ঘটনায় পরিবার এখন চরম অসহায় হয়ে পড়েছে।
শফিকুলের বড় ভাই ছোরাব আহমদ সৌরভ ও চাচা জানান, 'তিন দিন হয়ে গেল, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কেউ যদি তার খোঁজ পান, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।'