https://www.emjanews.com/

8605

national

প্রকাশিত

১৮ আগস্ট ২০২৫ ১৩:৫৫

আপডেট

১৮ আগস্ট ২০২৫ ১৪:০২

জাতীয়

পুলিশের ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ ১৩:৫৫

ছবি: সংগৃহীত।

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার এবং পলায়নের অভিযোগে সিলেটের সাবেক আলোচিত পুলিশ সুপার, জুলাই ২০২৪-এর আন্দোলনের সময় র‌্যাব-১১-এর সিও মুহাম্মদ ফরিদ উদ্দিন ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ পুলিশের ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’ জনিত শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালে এই কর্মকর্তারা খোরপোষ ভাতা প্রাপ্য থাকবেন। প্রজ্ঞাপনটি জনস্বার্থে জারি করা হয়েছে।