শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

8720

weather

প্রকাশিত

২১ আগস্ট ২০২৫ ২০:৩৪

আবহাওয়া

বৃষ্টিবলয় ‘স্পিড’: ২৫ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ প্রভাব, সাগরে না যাওয়ার পরামর্শ

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ ২০:৩৪

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) নতুন বার্তায় জানিয়েছে, আসছে ভারি থেকে অতিভারি বৃষ্টিবলয় ‘স্পিড’।

বুধবার (২১ আগস্ট) ফেসবুক পেজে দেওয়া তথ্যে বলা হয়, এ বৃষ্টিবলয় ২১ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে প্রভাব ফেলতে পারে।

আক্রান্ত অঞ্চলভেদে প্রভাবের মাত্রা:

সর্বোচ্চ প্রভাব: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ

মাঝারি প্রভাব: রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ

কম প্রভাব: রংপুর বিভাগ

বিডব্লিউওটি জানায়, খুলনা ও বরিশালের উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ভারি বৃষ্টি শুরু হয়েছে, যা পরবর্তীতে চট্টগ্রামের উপকূলীয় এলাকাগুলোতে বিস্তার লাভ করতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সাগর-সংলগ্ন এলাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে। এ সময় সাগর উত্তাল থাকতে পারে, তাই জেলেদের আপাতত সাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের ছয় বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদীসংলগ্ন কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।